ঢাকা: চলমান টেস্ট সিরিজে লড়ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। তবে হাইভোল্টেজ সিরিজ হলেও মাঠে দর্শক সংখ্যা খুবই সীমিত।
এমন অবস্থায় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমান পার্লামেন্ট সদস্য অর্জুনা রানাতুঙ্গা বিশ্বাস করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ক্রিকেটের প্রতি কম আগ্রহের কারণেই এমনটি ঘটছে।
এক সাক্ষাতকারে রানাতুঙ্গা বলেন, ‘দুটি সেরা দল লঙ্কায় খেলছে। তারপরও স্বল্প সংখ্যক দর্শক মাঠে দেখা যায়। তাই আইসিসি’র যে কোন কিছুর বিনিময়ে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর ক্যাম্পেইনে আমার সন্দেহ হচ্ছে। আসলে তাদের কাছে অর্থটাই অনেক বড় ব্যাপার। যা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আসছে। ’
শ্রীলঙ্কার হয়ে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক আরো বলেন, ‘আইসিসিকে তাদের এমন আচরণ খুব দ্রুতই বদলাতে হবে। তা না হলে আমি মনে করি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত খুবই খারাপ দিকে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস