ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন পার করেছে সফরকারী ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৯২ রান।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের দুই উইকেট হারানো টিম ইন্ডিয়া দ্বিতীয় দিন আরও ছয়টি উইকেট হারায়। ৫০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বিরাট কোহলিরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত এক পর্যায়ে দলীয় ১১৯ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায়। সেখান থেকে দলকে টেনে তুলতে পুজারাকে সঙ্গ দেন নোমান ওঝা আর অমিত মিশ্র। ওঝাকে সঙ্গে নিয়ে পুজারা স্কোরবোর্ডে আরও ৫৪ রান যোগ করেন। শেষ দিকে মিশ্রর সঙ্গে জুটি বেধে ১০৪ রান তোলেন পুজারা। যা লঙ্কানদের বিপক্ষে ভারতের অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রান।
দ্বিতীয় দিন কোহলি ১৮, রোহিত শর্মা ২৬, স্টুয়ার্ট বিনি ০, অশ্বিন ৫, ওঝা ২১ আর মিশ্র ৫৯ রান করেন।
২৭৭ বলে ১৩টি চারের সাহায্যে পুজারা ১৩৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
লঙ্কানদের হয়ে চারটি উইকেট পেয়েছেন ধাম্মিকা প্রসাদ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর