ঢাকা: গেল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে অভিষেক। এরপর বাংলাদেশের প্রতিটি টেস্ট ম্যাচেই ছিলেন একাদশে।
রোববার (৩০ আগস্ট) মিরপুরে বোলিং অনুশীলন শেষে শহীদ জানালেন, ‘এক জয়াগায় বল করে যাওয়া কঠিন; তবে পারলে সবই সহজ। এটার জন্য আমি অনেক অনুশীলন করেছি। জাতীয় লিগে খেলার সময় চেষ্টা করেছি একটা নির্দিষ্ট জায়গায় বল করার। ওই জিনিসটা আমাকে জাতীয় দলে কাজে দিয়েছে। ’
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সিরিজে একই ছন্দে বোলিং করে যেতে চান শহীদ, ‘অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা পেলে লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা, দলের জন্য কিছু করা এবং একই ছন্দে বোলিং করে যাওয়া। ’
বাংলাদেশের কয়েকটি টেস্ট বৃষ্টিতে ভেসে যাওয়ায় আক্ষেপ শহীদের কণ্ঠে, ‘বৃষ্টি হলে আমাদেরই ক্ষতি। সর্বশেষ ঢাকা টেস্টে বল করতে পারিনি। বল করলে অনেক কিছু শেখার থাকে। আশা করি অস্ট্রেলিয়া সিরিজে বল করতে পারবো। ’
জাতীয় দলে ঢোকার পর বদলে গেছে শহীদের জীবন। সবকিছুতেই বদল দেখছেন এই পেসার, ‘খেলা বলেন, ড্রেসিংরুম শেয়ার করা বলেন কিংবা অনুশীলন-সবকিছুই এখন বদলে গেছে। জীবনের প্রতিটা অংশই বদলে গেছে। ’
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এসকে/এমআর