ঢাকা: মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে এ দুই তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। ০৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে হ্যাজেলউডকে বিশ্রামে রাখা হয়। অন্যদিকে, পুরো সিরিজে ১৪০ ওভার বোলিং করেন জনসন। তাই বাংলাদেশ সিরিজে এ দুই পেসারকে বিশ্রামে রাখার ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টিম পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে হওয়ার্ড বলেন, ‘সামনে বাংলাদেশ সিরিজ থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচকদের মধ্যে কোনো অালোচনা হয়নি। তবে আমাদের ফাস্ট বোলারদের সুরক্ষায় কিছু সিদ্ধান্ত নেওয়া জরুরি। এটি শুধুমাত্র বাংলাদেশ সিরিজের জন্যই নয়, পুরো সিজনের টেস্ট সিরিজকে ঘিরে আলোচনা করা হবে। ’
তিনি আরও উল্লেখ করেন, ‘জনসন ও হ্যাজেলউডের ওপর অনেক ধকল গেছে। তাই ফিটনেস ধরে রাখতে দুজনেরই সতর্ক থাকা উচিৎ। দুজনকে বিশ্রাম দেওয়া হলে অস্ট্রেলিয়ান সামার সিজনের আগে তারা প্রাক-মৌসুমের প্রস্তুতি সেরে নিতে পারবে। ’
শেষ পর্যন্ত যদি জনসন ও হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয় তাহলে অজিদের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকতে পারেন মিচেল স্টার্ক ও পিটার সিডল।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম