ঢাকা: পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে সে দেশের ক্রিকেটের ‘এ’ ক্যাটাগরিতে পদোন্নতি দেওয়া হয়েছে। লম্বা সময় পর জাতীয় দলে ফেরা এ ক্রিকেটারের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুলাই পর্যন্ত এই চুক্তি করেছে।
চমক সৃষ্টি করেছে ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলী। ‘সি’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘এ’ ক্যাটাগরিতে পদোন্নতি হয়েছে তার। তবে বাজে পারফরম্যান্সের কারণে অফ স্পিনার সাঈদ আজমল ও ফাস্ট বোলার জুনাইদ খান ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন।
অন্যদিকে চার ক্যাটাগরির ২৭ জনের এ তালিকায় রাখা হয়নি ফাস্ট বোলার উমর গুলকে। শনিবার (০৫ সেপ্টেম্বর) এই ক্যাটাগরিগুলো ঘোষণা করে পিসিবি।
‘এ’ ক্যাটাগরি: আজহার আলী, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও ইউনিস খান।
'বি' ক্যাটাগরি: আহমেদ শেহজাদ, আসাদ শফিক, জুনায়েদ খান, রাহাত আলী, সাঈদ আজমল, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
'সি' ক্যাটাগরি: আনোয়ার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও উমর আকমল
‘ডি’ ক্যাটাগরি: বাবর আজম, সামি আসলাম, শোয়েব মাকসুদ, উমর আমিন ও জুলফিকার বাবর।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস