ঢাকা: অস্ট্রেলিয়াকে তৃতীয় ওয়ানডেতে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে সিরিজও বাঁচিয়ে রাখল ইংলিশরা।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে ৩০১ রানের লক্ষ্য বেধে দেয় স্বাগতিক ইংল্যান্ড।
জবাবে ছয় ওভার বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি দু’জনই ২৫ রান করেন। মিডল অর্ডারে নামা ম্যাথিউ ওয়েডের ব্যাট থেকে আসে ৪২ রান।
ইংলিশদের হয়ে লিয়াম প্লাঙ্কেট ও মঈন আলী তিনটি করে উইকেট লাভ করেন। স্টিভেন ফিন ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জেমস টেইলরের (১০১) শতকে ভর করে আট উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। ওপেনার জেসন রয় ৬৩ ও অধিনায়ক ইয়ন মরগান ৬২ রান করেন।
অজিদের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও অ্যাস্টন অ্যাগার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) লিডসে দু’দলের মধ্যকার চতুর্থ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ বাঁচাতে এ ম্যাচেও ইংলিশদের জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম