ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ কোনো চ্যালেঞ্জ নয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ কোনো চ্যালেঞ্জ নয়’

ঢাকা: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর অজিদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে টাইগারদের।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সাধারণ কোনো সিরিজ বলে মনে করছেন না টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক মাসের ছুটি কাটিয়ে হাথুরুসিংহে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সাকিব-তামিম-মুস্তাফিজদের নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ কোচ।

হাথুরুসিংহে বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ কোনো চ্যালেঞ্জ নয় আমাদের জন্য। আমরা জানি ওরা যে কোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। ৠাঙ্কিংয়েও তাদের সেরা অবস্থান। তাদের ‘এ’ দল ভারত সফর করেছে। ফলে এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জের একটি সিরিজ হতে যাচ্ছে। ’

বাংলাদেশের কন্ডিশন অজিদের জন্য অনুকূল হবে না বলে মনে করেন হাথুরুসিংহে, ‘এখানকার কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। তাছাড়া আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আশা করি দলের সে ধারা ঠিক থাকবে। ’

বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরও কাজে আসবে বলে মনে করেন টাইগার কোচ।

হাথুরুসিংহে আরও যোগ করে বলেন, ‘ভারতের ‘এ’ দল সবসময়ই খুব শক্তিশালী হয়। ওদের বিপক্ষে আমাদের ‘এ’ দলের ক্রিকেটাররা ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে-যা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।