ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পোর্টিং উইকেট, সঙ্গে থাকছে রেলিগেশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
স্পোর্টিং উইকেট, সঙ্গে থাকছে রেলিগেশন

ঢাকা: ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে বিবেচিত হলেও লিগের যথাযথ মান নিয়ে প্রশ্ন থাকে।

আয়োজকদের সঙ্গে ক্রিকেটারদেরও ফোকাস কম থাকে এনসিএলের প্রতি। এ ধারা থেকে এবার বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় লিগকে উত্তেজনাপূর্ণ করতে বানানো হচ্ছে স্পোর্টিং উইকেট। টুর্নামেন্টের ফরম্যাটেও আনা হয়েছে বদল।

প্রথমবারের মতো এবার জাতীয় লিগে থাকছে রেলিগেশন। গত আসরের পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী আটটি দলকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে আছে ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, রংপুর ও খুলনা। দ্বিতীয় স্তরে আছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

দলগুলো ডাবল লিগ ফরম্যাটে পরস্পরের বিপক্ষে খেলবে। দ্বিতীয় স্তরের সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দল পরের বছর প্রথম স্তরে খেলবে। আর প্রথম স্তরে পয়েন্ট টেবিলের সর্বশেষ স্থানে থাকা দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘জাতীয় লিগে এবার রেলিগেশন থাকছে। নির্দিষ্ট লক্ষ্য না থাকলে ক্রিকেটাররা মাঠে নির্ভার থাকে। এবার রেলিগেশন থাকাতে তাদের লক্ষ্য থাকবে ভালো করার। কেউই চাইবে না দ্বিতীয় স্তরে খেলতে। ফলে দলগুলোর সঙ্গে ক্রিকেটারদেরও প্রতিযোগিতা বাড়বে। ’

জাতীয় লিগের এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে দেশের চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- বগুড়া, খুলনা, রাজশাহী ও ফতুল্লা। সবগুলো মাঠেই বানানো হচ্ছে স্পোর্টিং উইকেট।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘স্পোর্টিং উইকেট না হলে লিগ জমজমাট হয় না। বিসিবি’র গ্রাউন্ডস কমিটি নিশ্চিত করেছে এবারের লিগের জন্য স্পোর্টিং উইকেট বানানো হচ্ছে। যেখানে টার্ন ও বাউন্স দুটোই থাকবে। ’

প্রসঙ্গত, আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৭তম আসর। এদিন বগুড়ায় খেলবে রংপুর বিভাগ-ঢাকা মেট্রো, খুলনায় খেলবে খুলনা বিভাগ-ঢাকা বিভাগ, রাজশাহীতে খেলবে রাজশাহী বিভাগ-বরিশাল বিভাগ ও ফতুল্লায় খেলবে চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ। অক্টোবরের ১ কিংবা ২ তারিখ থেকে শুরু হবে এনসিএলের দ্বিতীয় রাউন্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।