ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলদের বিপক্ষে কর্ণাটকের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মুমিনুলদের বিপক্ষে কর্ণাটকের লিড ছবি : সংগৃহীত

ঢাকা: ভারত সফরে তিনদিনের ম্যাচে কর্ণাটকের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল স্বাগতিকদের থেকে ৫ রানে পিছিয়ে রয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে সফরকারীরা।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৮.৪ ওভার খেলে স্বাগতিকদের বিপক্ষে অলআউট হওয়ার আগে মুমিনুল বাহিনীর সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। জবাবে প্রথম দিন শেষে কর্ণাটক ৬ উইকেট হারিয়ে ৪৯ ওভারে তুলেছে ১৬৩ রান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মহীসুরের শিখনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর তিনদিনের ম্যাচ খেলতে নামে মুমিনুল-নাসিররা।

ঘরোয়া ক্রিকেটে ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের বোলিং তোপে মাত্র ৭৬ রানেই টপঅর্ডারের ৬ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় ওভারে বিদায় নেন ওপেনার রনি তালুকদার। এক রান স্কোরবোর্ডে যোগ হতেই ফেরেন দলপতি মুমিনুল হক। আরেক ওপেনার এনামুল হক বিজয় ব্যক্তিগত ৫ রান করে দলীয় ২৭ রানের মাথায় বিদায় নেন। একই রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শূন্যরানে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার।

মাত্র ২৭ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানের বিদায়ে হাল ধরার চেষ্টা করেন নাসির হোসেন ও লিটন দাশ। কিন্তু, দলীয় ৪১ রানের মাথায় নাসির হোসেনও (৮ রান) ফিরে যান। লিটন দাশের ব্যাট থেকে আসে ৫০ রান। ১১টি চারের সাহায্যে অর্ধশতক হাঁকাতে তিনি ৫০ বল মোকাবেলা করেন।

দলীয় ৭৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিটন ফিরে গেলে তাসকিনের বদলি হিসেবে যাওয়া কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে জুটি গড়েন শুভাগত হোম। তবে, ব্যক্তিগত ৮ রান করে রাব্বিও ফিরে যান দলকে ১০৪ রানের মাথায় রেখে। জুবায়ের হোসেনও শুভাগতকে সঙ্গ দিতে না পেরে ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে শুভাগত খেলেন ৫৫ রানের ইনিংস। ৬৫ বল মোকাবেলা করে ৭টি চার আর একটি ছক্কায় তিনি তার ইনিংসটি সাজান। শেষ দিকে সাকলাইন সজীব অপরাজিত ১৫ রান করেন।

স্বাগতিক দলটির হয়ে একাই ৫ উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণ।

ব্যাটিংয়ে নেমে ভারতের দলটি দলীয় ৭৫ রানে টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায়। দলীয় ২৮ রানের মাথায় সাকলাইন সজীবের শিকারে বিদায় নেন ওপেনার আগরওয়াল। ব্যক্তিগত ১৬ রান করে সজীবের বলে বোল্ড হন তিনি। আরেক ওপেনার সামর্থকে (২৫ রান) এলবির ফাঁদে জড়িয়ে ফিরিয়ে দেন শুভাগত হোম।

এরপর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রবিন উথাপ্পা ফেরেন। সজীবের দ্বিতীয় শিকার হয়ে উথাপ্পা এক রানে সাজঘরের পথ ধরেন। ৩ রান করা গৌতমকেও ফিরিয়ে দেন সজীব। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অভিষেক রেড্ডিকে এলবির ফাঁদে ফেলেন শুভাগত। আউট হওয়ার আগে তিনি খেলেন ২৮ রানের ইনিংস।

নিজের তৃতীয় উইকেটটি তুলে নিতে শুভাগত ফিরিয়ে দেন ১৭ রান করা শ্রেয়াস গোপালকে। এরপর আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। শিশির ভাভানে ৮৮ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত থাকেন। আর ১৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন সুচিত।

বাংলাদেশের হয়ে সাকলাইন সজীব আর শুভাগত তিনটি করে উইকেট নিলেও উইকেটশূন্য থাকেন আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন এবং নাসির হোসেন।

এ ম্যাচ শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবে সৌম্য-বিজয়-নাসির-লিটনরা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।