ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নারী ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, শত হুমকি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে অনুমতি দেওয়া হয়েছে। তারা সাহসের সঙ্গে খেলে পাকিস্তানকে হারিয়েই দেশে ফিরবে।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মহম্মদপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিসের ১২শ ১৩ জন কর্মীর মধ্যে প্রথম দুই মাসের কর্মভাতার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে কর্মসংস্থানের যে নির্বাচনী ওয়াদা করেছিল তা আজ পূরণ করছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে সরকার পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে এসব কর্মীদের এককালীন দুই মাসের কর্মভাতা হিসেবে প্রত্যেককে ১২ হাজার টাকা করে প্রায় দেড়কোটি টাকার চেক বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বিদেশে চাকরির নামে প্রতারিত না হয়ে বাড়ি বসে আয়ের সুযোগ গ্রহণ করতে হবে। মহম্মদপুর উপজেলার এলাংখালি ঘাটে একশ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। এ সেতু যাতায়াত সুবিধা ছাড়াও এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

মহম্মদপুর ইউএনও মোহাম্মদ শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানি, যুব উন্নয়নের উপ পরিচালক রিয়াজুল আলম খান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে দুই ওয়ানডে ও দুই টি- টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।