ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। তবে, নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের সফর বিলম্বিত হয়।

আর সেই নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা যায় কী না সেই ইস্যুতে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকেই দফায় দফায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন শন ক্যারলের নেতৃত্বে আসা ৫ সদস্যের অজি নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সোমবারও (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রায় তিন ঘন্টার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তারা।

তবে, সিরিজ খেলতে দলটি আসছে কী না? আসলেই বা কবে আসছে? এমন সিদ্ধান্তের জন্য স্বাগতিক দেশটিকে তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের দিকে। এমনটি জানালেন, বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিসিবি’র সিইও আরও জানান, সফরকারী দলটিকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সঙ্গে থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া নির্ধারিত নিরাপত্তা। আর এই নিরাপত্তা ঢাকার মতোই থাকবে আরেক ভেন্যু চট্টগ্রামেও। ৠাব, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া এমন আশ্বাসের ভিত্তিতে আর বিশেষজ্ঞ দলটির প্রতিবেদনের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (এসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তবে, সবকিছু ছাপিয়ে পূর্ব নির্ধারিত সূচিতেই দলটির বিপক্ষে সিরিজ খেলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নিজাম উদ্দিন সুজন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বৈঠক চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ সহ-সভাপতি মাহবুব আনাম ও সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।