ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ হারল সালমারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সিরিজ হারল সালমারা ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশ নারী দলকে ৩৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা।

এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে ২৯ রানের জয় পায় স্বাগতিকরা।

করাচিতে টস জিতে বাংলাদেশ নারী দলকে ১১৫ রানের লক্ষ্য বেধে দেয় পাকিস্তান নারী দল। কিন্তু, সিরিজে সমতা আনার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগ্রেসরা। এক পর্যায়ে ৬৫ রানে ছয় উইকেট হারিয়ে তাদের জয়ের স্বপ্নটাও ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সাত উইকেট হারিয়ে ৮০ রান করতে সমর্থ হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন মিডল অর্ডারে নামা রুমানা আহমেদ। অধিনায়ক সালমা খাতুন ১০, রিতু মনি ১৭ ও লতা মন্ডল ১০ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তান নারী দলের হয়ে সুমাইয়া সিদ্দিক ও নিদা ধর দু’টি করে উইকেট নেন। অফস্পিনার সানা মির একটি উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১১৪ রানের স্কোর দাঁড় করায় পাকিস্তান নারী দল। দলের হয়ে ওপেনার মারিনা ইকবাল ৩৩ ও আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ২০ রান। ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার দু’টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডল একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।