ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের কোচ ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
আফগানদের কোচ ইনজামাম

ঢাকা: পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধান কোচের দায়িত্ব দিয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে ইনজামামের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।



প্রধান কোচের দায়িত্ব দিলেও আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের আসন্ন সিরিজের দায়িত্বভার পাচ্ছেন ইমজামাম। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। বুলাওয়াতে ১৬ অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে ইনজামামের ছাত্ররা। ওয়ানডে ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। চলতি মাসের ২৬ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট ম্যাচ খেলা ৪৫ বছর বয়সী ইনজামাম নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে জানান, আমি জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন সিরিজে প্রধান কোচের দায়িত্ব নিয়েছি। আফগানদের প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। আর তাদের সঠিক পথেই পরিচালিত করতে চাই।

পাকিস্তানের হয়ে ৩৭৮টি ওয়ানডে ম্যাচ খেলা ইনজামাম আরও যোগ করেন, আফগান ক্রিকেট বোর্ড আমাকে প্রায় দুই বছর থেকে তাদের প্রধান কোচের পদ নেওয়ার জন্য প্রস্তাব করে আসছিল। এবার তারা আমাকে জিজ্ঞেস করে, আমি আফগানদের আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সাহায্য করতে রাজি কী না? তাদের কথা ফেলতে পারিনি। তাই আমি রাজি হয়ে গিয়েছি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।