ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ক্যারিবীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সাবেক ক্যারিবীয় ক্রিকেটারের মৃত্যু স্টিভ কামাচো (বাঁয়ে) ক্যারিবীয়দের সিইও থাকাকালে

ঢাকা: চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান স্টিভ কামাচো। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শুক্রবার (০২ অক্টোবর) রাতে অ্যান্টিগুয়ায় মৃত্যু হয় এই ক্যারিবীয়ান ক্রিকেটারের।

১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে কামাচো ১১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। যেখানে তার ব্যাট থেকে আসে ৬৪০ রান। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৭৬টি ম্যাচ খেলেন। টপ অর্ডারে ব্যাটিং করা কামাচো এই ফরম্যাটে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি সহ ৪ হাজার ৭৯ রান করেন।

১৯৭৮ সালে পেশাদারী ক্রিকেট থেকে অবসরের পর কামাচো ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজারের দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি সে দেশের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন। সর্বশেষ তিনি বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।