ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মন দিয়ে অনুশীলন করছি: সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মন দিয়ে অনুশীলন করছি: সৌম্য সৌম্য সরকার / ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে ভালো করতে পারেননি সৌম্য সরকার। তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলে করেছেন মাত্র ৯৬ রান।

এর মধ্যে কর্নাটকের বিপক্ষে প্রথম তিনদিনের মাচে করেছিলেন ৪৩ রান। ভারত সফরে এটিই ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। জাতীয় দলের হয়ে ব্যাটে তাণ্ডব দেখা গেলেও ‘এ’ দলের হয়ে নিষ্প্রভ এ বাঁহাতি ওপেনার।

এমন বাজে এক সফরের কথা মনে রাখতে চান না সৌম্য সরকার। সামনের দিকেই চোখ তার। এবার ‘এ’ দলের সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সৌম্য। সেখান থেকে জিম্বাবুয়ে যাবে দলটি। সফরটা বেশ লম্বা, পাঁচ সপ্তাহের। এবার সুযোগটা কাজে লাগাতে চান তিনি। আসন্ন সফরকে সামনে রেখে মন দিয়ে অনুশীলনও করছেন।

রোববার (১১ অক্টোবর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌম্য সরকার।

এ সময় তিনি জানান, ‘ভারতে যেটা হয়েছে আমি চেষ্টা করছি সেটা ভুলে যেতে। পরবর্তীতে যেটা আসছে সেখানে যেন ভালো করতে পারি তার জন্য অনুশীলনটা মন দিয়ে করে যাচ্ছি। যেটা ভুল হয়েছে সেটার উপরই বেশি জোর ছিল। সফর খুব কাছে চলে এসেছে। এখন সময় নেই ভুল ঠিক করার। এখন স্বাভাবিক অনুশীলনই করবো। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে নিজেকে আরো প্রস্তুত করার চেষ্টা করছি। ’

লম্বা সফরটি বেশ উপভোগ করবেন বলেও জানান সৌম্য, ‘ক্রিকেট খেলাটা আমি সব সময়ই উপভোগ করি। দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছি। চেষ্টা করবো সেখানে নিজের ব্যাটিং ও দলের সাথে সময়টা উপভোগ করার। সহ-অধিনায়ক হয়েছি এসব নিয়ে ভাবছি না। নিজের ব্যাটিং ও পুরো খেলাটা উপভোগ করবো। ’

আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে সৌম্য-শুভাগতরা। পরে জিম্বাবুয়ে গিয়ে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে আরও  তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।