ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
প্রোটিয়াদের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: কানপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ অাফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। পাশাপাশি দলের অন্যসব সদস্যেরও ম্যাচ ফি’র ২০ শতাশং জরিমানা করা হয়েছে।



মাঠের দুই আম্পায়ার আলিমদার ও ভিনেত কুলকারনি ও টিভি আম্পায়ার চেতিতোরি শামশুদ্দিন ও রির্জাভ আম্পায়ার আনিল দান্দেকার এই জরিমানা করেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই জরিমানাকে আমলে নেন। আম্পায়ারদের মতে ম্যাচে অন্তত দুই ওভারের সময় প্রোটিয়ারা নষ্ট করেছে। তবে এ ব্যাপারটি মেনে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। তাই কোন শুনানির প্রয়োজন হয়নি।

এর আগেও এক বছরের মধ্যে ডি ভিলিয়ার্স দু’বার স্লো ওভার রেটের কারণে অপরাধী হয়েছিলেন। ফলে গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নিষেধাজ্ঞা ছিল এ ডানহাতি ব্যাটসম্যানের। এদিকে আগামী ১২ মাসের মধ্যে ডি ভিলিয়ার্স অধিনায়ক হিসেবে আবারো ‍একই কারণে অপরাধী হলে আরো এক ম্যাচে নিষেধাজ্ঞা পাবেন।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দ.আফ্রিকা পাঁচ রানে জয় লাভ করে। যেখানে ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স অপরাজিত ৭৩ বলে ১০৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।