ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ মুহূর্তে বাদ পড়লেন ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
শেষ মুহূর্তে বাদ পড়লেন ইয়াসির ছবি: সংগৃহীত

ঢাকা: আবুধবি টেস্টে ইংল্যান্ড ব্যাটসম্যানদের বিপক্ষে হুমকির নাম হয়ে উঠতে পারতেন ইয়াসির শাহ। তবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শেষ মুহূর্তে এসে বাদ পড়লেন এ পাকিস্তানি লেগ স্পিনার।



সোমবার (১২ অক্টোবর) অনুশীলনের সময় কাঁধে ব্যথা পান ডানহাতি লেগ স্পিনার ইয়াসির শাহ।

ম্যাচ শুরুর আগেও ইয়াসির বোলিং অনুশীলন করছিলেন। তবে তিনবার তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তার পরিবর্তে পাকিস্তান একাদশে মিডিয়াম পেসার ইমরান খান সুযোগ পেয়েছেন। এর ফলে দলে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামছে ওয়াকার ইউনিসের শিষ্যরা।

এদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে লেগ স্পিনার আদিল রশিদের। ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন।

পাকিস্তান: মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, শোয়েব মালিক, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, জুলফিকার বাবর, রাহাত আলী ও ইমরান খান।

ইংল্যান্ড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, জো রুট , জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।