ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন জহির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন জহির

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় বাঁহাতি ফাস্ট বোলার জহির খান।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান রাজিব শুক্লা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার টুইটারে জানান, জহির খান আজই অবসরের ঘোষণা দেবেন।

তার পরবর্তী জীবনের প্রতি আমার শুভকামনা রইল।  

২০০০ সালের নভেম্বরে ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় জহিরের। ক্যারিয়ারে ৯২টি ম্যাচ খেলা এ তারকা ৩.২৭ গড়ে তুলে নিয়েছেন ৩১১টি উইকেট। যেখানে ১১বার পেয়েছেন পাঁচটি করে উইকেট। আর ১০ উইকেট নিয়েছেন একবার। বাঁহাতি এ ফাস্ট বোলারের ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে, সাত উইকেট। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।

টেস্টের প্রায় এক মাস আগে রঙ্গিন পোশাকে ‘টিম ইন্ডিয়ার’ হয়ে অভিষেক হয় জহিরের। কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ওয়ানডের ১২ বছরের ক্যারিয়ারে তিনি ২০০ ম্যাচে ৪.৯৩ গড়ে ২৮২টি উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন একবারই। জহির সর্বশেষ ২০১২ সালের আগস্টে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।