ঢাকা: ২০১২ ও ২০১৪ সালে টানা দু’বার এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। টানা তৃতীয়বার আয়োজক হওয়ার আগ্রহ বাংলাদেশ দেখালেও সে সম্ভাবনা ক্ষীন।
আইসিসি সভা শেষে দেশে ফিরে এশিয়া কাপের আয়োজক হওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘পরপর দুইবার বাংলাদেশ এশিয়া কাপ হওয়ার কারণে আমাদের সুযোগ এবারে কম। সামনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে সবাই চাচ্ছে ওখানেই এশিয়া কাপ খেলতে। তাতে করে বিশ্বকাপের আগে সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। ’
তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপের জন্য আমরা আগ্রহ দেখিয়েছি। সেখানে আলোচনা হয়েছে এশিয়া কাপ ভারতেই হবে। তবে, আমি এখনো জানি না ভারত এতে আগ্রহী কিনা। যদি ভারত আগ্রহ না দেখায় সেক্ষেত্রে নিশ্চিত বাংলাদেশেই হবে এশিয়া কাপ। এজন্য আরও বেশকিছু দিন অপেক্ষা করতে হবে।
পাপন জানান, আগামী মাসের ২৭-২৮ তারিখে সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বোর্ড মিটিং আছে। সেখানে আমরাও থাকবো। সেখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপ কোথায় হবে। ’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর