ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইশান্তের প্রত্যাবর্তনে বাধা ইনজুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইশান্তের প্রত্যাবর্তনে বাধা ইনজুরি ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ গত জানুয়ারিতে ভারতের ওয়ানডে দলে ছিলেন ইশান্ত শর্মা। দীর্ঘদিন পর রঙিন পোশাকে ফেরার সম্ভাবনা থাকলেও তা এখন শঙ্কার মুখে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দু’টির স্কোয়াডে থাকবেন কিনা তা নিশ্চিত নয়।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে ঘোষিত প্রথম তিন ম্যাচের স্কোয়াডে সুযোগ পাননি ইশান্ত। তবে শেষ দুই ম্যাচের জন্য এ ডানহাতি পেসার নির্বাচকদের বিবেচনায় ছিলেন। কিন্তু ইনজুরি সমস্যাই এখন বড় বাধা। ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

গতকাল (১৭ অক্টোবর) ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট টুর্নাটেন্ট রঞ্জি ট্রফির খেলায় ইনজুরি আক্রান্ত হন ইশান্ত। এরপরই তার জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সোমবার ভারতীয় দলের নির্বাচকরা চতুর্থ ও পঞ্চম ওয়ানডে দল নির্বাচন করবেন। একই সঙ্গে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডও চূড়ান্ত করা হবে। ইশান্তের ওয়ানডে দলে ফেরা হবে কিনা তা এর ওপরই নির্ভর করছে।

এদিকে, আইসিসি থেকে নিষেধাজ্ঞার কারণে প্রথম টেস্টে এমনিতেই খেলতে পারবেন না ইশান্ত। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় তাকে শাস্তির আওতায় আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।