ঢাকা: প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ চার উইকেটে ২০৫ রান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা। দলের ওপেনার মেহেদি হাসান ১০৪ রানের ইনিংস খেলেন। এনামুল হক বিজয় ৬১ ও নুরুল হাসান অপরাজিত আছেন ৩৪ রানে।
ঢাকার হয়ে মাসুম খান দুটি, আলি আমিন ও মোশাররফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
রোববার (১৮ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনে আগের দিনের তিন উইকেটে ৭৭ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে খুলনাকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিলেও লিড বড় করতে পারেনি ঢাকা। ১৫৪ রানে থেমে যায় ঢাকার প্রথম ইনিংস। জয়রাজ শেখ করেন সর্বোচ্চ ৬৫ রান।
খুলনার পেসার মুস্তাফিজুর রহমান চারটি, আব্দুর রাজ্জাক তিনটি, জিয়াউর রহমান দুটি ও মেহেদি হাসান মিরাজ নেন একটি উইকেট।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৫
এসকে/এমআর