ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুবাই টেস্টেও অনিশ্চিত আজহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
দুবাই টেস্টেও অনিশ্চিত আজহার ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন দলের বাইরে। এবার আজহার আলী দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত।

ইনজুরি কাটিয়ে তার দুবাই টেস্টে খেলার কথা ছিল। কিন্তু শাশুড়ির মৃত্যুতে এখন সংযুক্ত আরব আমিরাত ছেড়ে দেশে ফেরার অপেক্ষায় পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।

দুবাইতে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) দু’দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে। আর শারজায় তৃতীয় টেস্ট (০১-০৫ নভেম্বর) শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।

পাকিস্তান থেকে আজহার কবে নাগাদ দলে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। তাই দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েও রয়েছে সংশয়। পাকিস্তান দলের নির্বাচকরাও এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি।

এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়। একে রোমাঞ্চকর ড্র-ই বলা চলে। প্রথম ইনিংসে দু’দলই রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের আট উইকেটে ৫২৩ রানের জবাবে ৯ উইকেটে ৫৯৮ রানের স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। শোয়েব মালিক ও ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক দু’জনই ডাবল সেঞ্চুরি হাঁকান।

কিন্তু, শেষদিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৩ রানে অলআউট হয় পাকিস্তান। তখনই ম্যাচে নতুন মোড় নেয়। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১১ ওভারে ৯৯ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু চার উইকেট হারিয়ে ২৫ রান দূরে থাকতে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।