ঢাকা: হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো সিলেট বিভাগ। ১৭তম জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে সিলেটকে জয়ের জন্য ৪৪৭ রানের বিশাল টার্গেট দেয় বরিশাল বিভাগ।
বরিশাল বিভাগ-১৫৫ ও ৪৬৪/৭ ডিক্লে.
সিলেট বিভাগ-১৭২ ও ৫৪/২ (২২.০ ওভার)
বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সোহাগ গাজী ও মনির হোসেনের বলে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও সায়েম আলমকে হারায়। চার দিনের এ ম্যাচের শেষ দিনে জাকির হোসেন ৯ ও রাজিন সালেহ ৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করবেন।
এর আগে ১৫১ রানে তিন উইকেট হারানো বরিশাল আবারো তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে। আগের দিনে ৭২ ও দুই রানে অপরাজিত থাকা সালমান হোসেন ও আল-আমিন দু’জনে সেঞ্চুরি তুলে নেন। এ দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেট জুটিতে ২৩০ রান যোগ করেন।
সালমান ২৮৪ বলে ১৫ চারের সাহায্যে ১৪৬ রানে অসাধারণ একটি ইনিংস খেলেন। আর ১৫৭ রানের মাইলফলক ইনিংস খেলার পর থামে আল-আমিনের ব্যাট। তিনি ১৯৭ বলে ১৬ চার ও তিন ছয়ে তার ইনিংসটি সাজান। পরে সাত উইকেট হারানো বরিশাল ৪৬৪ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে।
বরিশালের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও রাহাতুল ফেরদাউস। একটি উইকেট নেন নাসুম আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস