ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সানজামুলের দুর্দান্ত বোলিং, সেঞ্চুরি পেলেন তাসামুল

স্পোর্টস করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সানজামুলের দুর্দান্ত বোলিং, সেঞ্চুরি পেলেন তাসামুল

ঢাকা: রাজশাহী বিভাগের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫০ রানের ভালো সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ১৭তম জাতীয় লিগের চতুর্থ পর্বের এ ম্যাচে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে রাজশাহী।

তবে এখনও দলটি ৪৫ রানে পিছিয়ে আছে।

রাজশাহী বিভাগ-২০৮ ও ৯৭/২ (৩৬.০ ওভার)
চট্টগ্রাম বিভাগ -৩৫০

এর আগে চট্টগ্রাম বিপক্ষে রাজশাহীর বোলাদের মধ্যে সানজামুল ইসলাম একাই তুলে নেন আট উইকেট। বাঁহাতি অর্থাডক্স এ বোলার ৫৫.৫ ওভারে ১৩টি মেডেন দিয়ে ১০৬ রানের বিনিময়ে উইকেট গুলো তুলে নেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করে। ওপেনিং জুটিতে নাজমুল হাসান শান্ত ও ‍মিজানুর রহমান ৫৪ রানের পার্টনারশীপ গড়েন। তবে মিজানুর ২৭ রান আউট হলেও ৩৯ রানে অপরাজিত রয়েছেন শান্ত। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নামা জুনায়েদ সিদ্দিকি ১৭ রান করে আউট হয়েছেন। আগামীকাল শান্তর সঙ্গে এক রানে অপরাজিত থাকা নিহাদউদ্দিন আবারো ব্যাটিংয়ে নামবেন।

এর আগে ২৩৮ রানে চার উইকেট হারানো চট্টগ্রাম তৃতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামে। আগের দিনে ৬৬ রানে অপরাজিত থাকা তাসামুল হক এদিন সেঞ্চুরি তুলে নেন। ৩৭২ বলে ১৪ চারের সাহায্যে তিনি ১৩৪ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।