ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শনিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, অক্টোবর ৩০, ২০১৫
জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শনিবার

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হচ্ছে শনিবার (৩১ অক্টোবর) থেকে। প্রথম স্তরের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে খেলবে খুলনা বিভাগ।



দিনের অপর ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো।

দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট বিভাগ। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।  
 
প্রথম স্তরে চার দলের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে খুলনা বিভাগ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। দ্বিতীয় স্তরের দলগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বরিশাল বিভাগ। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্র’তে তাদের সংগ্রহ ৫৩পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।