ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

বোলিংয়ে ছাড়পত্র পেলেন বিলাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, অক্টোবর ৩১, ২০১৫
বোলিংয়ে ছাড়পত্র পেলেন বিলাল ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না পাকিস্তানি স্পিনার বিলাল আসিফের। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আম্পায়ারদের চোখে অবৈধ বোলিং সন্দেহে পড়েন এ ডানহাতি অফ স্পিনার।

পরে ভারতে আইসিসি’র নির্দিষ্ট পরিক্ষাগারে টেস্ট করানোর পর মুক্তি মেলে তার।

আইসিসি এক বিবৃবিতে জানায়, আসিফের বোলিংয়ে অবৈধ কোন অ্যাকশন পাওয়া যায়নি। সে নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির নিচে রেখে বোলিং করেছেন। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটে সে বোলিং করতে পারবেন। ’

চলতি বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের হয়ে অভিষেক হয় বিলালের। ১-১ এ সমতায় থাকা সিরিজটির শেষ ম্যাচে বিলালের অসাধারণ বোলিং পারফরম্যান্সে সিরিজ জিতে নেয় সফরকারীরা।

৩০ বছরের এ স্পিনার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে রয়েছে। তিন ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে থাকা পাকিস্তান দলে দুবাই টেস্টে শেষ ম্যাচে দলে ঢুকতে পারেন বিলাল।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।