ফতুল্লা থেকে: নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে নারায়নগঞ্জের ফতুল্লায় এগিয়ে চলছে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। মাঠে ও মাঠের বাইরে চোখে পড়েছে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
‘মাঠে নিরাপত্তার সার্বিক বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি মাচেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মাঠে আসা দর্শকদের নিরাপত্তা তল্লাশির বিষয়টি সহজ হয়’- বাংলানিউজটোয়েনিটফোর.কমকে জানান বিসিবি’র নিরাপত্তা প্রধান মেজর (অব) হুসেইন ইমাম।
এদিকে, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্টেডিয়ামে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এরই ধারবাহিকতায় স্টেডিয়াম ও এর চারপাশে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাঠে ও মাঠের বাইরে আইন-শৃঙ্খলার বিষয়টি তারা বেশ গুরুত্ব সহকারেই নজরদারীতে রাখছেন।
মাঠের নিরাপত্তা নিয়ে নারায়নগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক শফিক জানান, ‘এখানে নিরাপত্তার জন্য আমরা কয়েকটি স্তরের ব্যবস্থা নিয়েছি। মাঠে দর্শকদের প্রচুর ভীড়। তাই আমাদের নিরাপত্তা কর্মীর সংখ্যাও বেশি। স্টেডিয়ামের প্রবেশদ্বারে দর্শকরা ঢোকার সময় বেশ দায়িত্বের সঙ্গেই তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করছি। এখানে পুরুষ ও মহিলা দর্শকদের জন্য আলাদা আলাদা নিরাপত্তা কর্মীরা নিয়োজিত আছেন। ’
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর