ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ক্রিকেট

নাটকীয়তার পর শ্রীলংকার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, নভেম্বর ২, ২০১৫
নাটকীয়তার পর শ্রীলংকার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ (২-০) জয়ের পর ওয়ানডে সিরিজেও শুভসূচনা করেছে শ্রীলংকা। রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ক্যারবীয়দের এক উইকেটে হারিয়েছে তারা।



কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চরম নাটকীয়তার পর জয় পায় শ্রীলংকা। বৃষ্টির কারণে ২৬ ওভারে নেমে আসে ম্যাচটি। ১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেন লংকান ওপেনার তিলকারত্নে দিলশান। ৩২ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসমান।

দিলশানের বিদায়ের পর সুনিল নারিনের স্পিনে দ্রুত তিন উইকেট হারালে চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের ২৪তম ওভারে জনাথন কার্টার দুই উইকেট তুলে নিলে জমে ওঠে কার্টেল ওভারের ম্যাচটি।  

অজন্তা মেন্ডিসের প্রতিরোধে শেষ অবধি জয় পায় লংকানরা। ছক্কা হাকিয়ে ম্যাচের সাত বল বাকি থাকতে দলকে জয় উপহার দেন মেন্ডিস। ২১ রানে অপরাজিত
থাকেন এ টেলএন্ডার। সুনিল নারিন তিনটি, ক্রেইগ ব্র্যাথওয়েট ও জনাথন কার্টার দুটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২৬ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪১ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ড্যারেন ব্রাভো ৩৮ ও অধিনায়ক জ্যাসন হোল্ডার করেন ৩৬ রান।

সুরাঙ্গা লাকমাল পাঁচ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া অজান্তা মেন্ডিস নেন দুটি উইকেট। বুধবার (০৪ নভেম্বর) একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।