ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিকট অতীতকে ভুলতে চান চিগুম্বুরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
নিকট অতীতকে ভুলতে চান চিগুম্বুরা ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোম ভেন্যুতে আইসিসি’র সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার ভুলে গিয়ে নতুন উদ্যোমে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে চান জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
 
মঙ্গলবার (০৩ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জিম্বাবুয়ের অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে চিগুম্বুরা বলেন, ‘আমি দলের ক্রিকেটারদের বলব, নিকট অতীতকে ভুলে যেতে। এটা নতুন একটা সিরিজ। আমাদের ফোকাস এই সিরিজটাকে ঘিরেই। তাছাড়া এখানকার উইকেট ও কন্ডিশনে আমরা অভ্যস্ত। ’
 
গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে দল। দুই ফরম্যাটেই টাইগারদের কাছে ধবলধোলাই হয় সফরকারীরা। এবার এক বছর পর পুরনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুইয়ানরা।

দলে নতুন কয়েকজন ক্রিকেটার থাকায় সিরিজটা সম্পূর্ন নতুন হবে বলে মনে করছেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আমাদের দলে নতুন বেশ কয়েকজন ক্রিকেটার এসেছে। তারা নিজেদের মেলে ধরতে চাইবে। নতুন একটা ধাপে পৌঁছাতে চাইবে তারা। ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। এই সিরিজটা হওয়াতে আমাদের জন্য ভালোই হলো। ’
 
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় একাডেমি মাঠে অনুশীলনে নামে জিম্বাবুয়ে দল। কিছুক্ষণ ওয়ার্মআপের পর নেটে ব্যাট-বলের অনুশীলন সারেন তারা। ফিল্ডিং অনুশীলনের মধ্য দিয়ে শেষ হয় তাদের প্রথম দিনের অনুশীলন।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ৭, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।