ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার পিটার সিডল। অস্ট্রেলিয়ার হয়ে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন জনসন-হ্যাজেলউড-স্টার্ক ত্রয়ী।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট মাঠে গড়াবে। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৩ ও ২৭ নভেম্বর। উল্লেখ্য, অ্যাডিলেডে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপী বলে ডে-নাইট টেস্টের পর্দা উঠবে।
গত আগস্টে অজিদের হয়ে সবশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে (ওভাল টেস্ট) খেলেছিলেন সিডল। বিশ্রামে থাকা জস হ্যাজেলউডের পরিবর্তে দলে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং উপহার দেন ত্রিশ বছর বয়সী এ পেসার। প্যাভিলিয়নে ফেরান ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যানকে। কিন্তু, কিউইদের বিপক্ষে তাকে মূল একাদশের বাইরেই থাকতে হচ্ছে।
ব্রিসবেন টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, অ্যাডাম ভোজেস, উসমান খাজা, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও নাথান লিওন।
নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কেন উইলিয়ামসন, রস টেইলর, মার্টিন গাপটিল, টম লাথাম, জেমস নিশাম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মার্ক ক্রেইগ, ডগ ব্রেসওয়েল, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম