ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ইউনিস খান।
তবে বিশ্ব আসরে অনেকটা নিজের ছায়া হয়ে থাকেন ইউনিস। তিন ম্যাচ খেলে করেন মাত্র ৪৩ রান। এর জের ধরেই তিনি সীমিত ওভারের ক্রিকেটে দল থেকে বাদ পড়েন। কিন্তু, আবারো তার ওপর ভরসা রাখলেন নির্বাচকরা। এবার তিনি আস্থার প্রতিদান দিতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!
এদিকে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শারজাহ টেস্টে ইংল্যান্ডকে ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
ইনজুরির কারণে ওয়ানডে দলে জায়গা পাননি বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল ও ইমাদ ওয়াসিম। এরই সুবাদে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার জাফর গহর। এ কয়েকটি পরিবর্তন ছাড়া গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডের সবাই রয়েছেন।
আগামী ১১ নভেম্বর (বুধবার) প্রথম ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হবে পাকিস্তান। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। চার ম্যাচ সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৭ ও ২০ নভেম্বর। ওডিআই সিরিজ শেষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।
উল্লেখ্য, বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও জিম্বাবুয়ে (দু’বার) ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওডিআই সিরিজেই জয়লাভ করে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, ইউনিস খান, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, আমের ইয়ামিন, ইয়াসির শাহ, জাফর গহর, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, রাহাত আলী ও বিলাল আসিফ।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম