ঢাকা: একসময় বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে দল। সময়ের সঙ্গে বাংলাদেশের সাফল্য রেখা যতই উপরের দিকে উঠেছে, ততটাই যেন নেমেছে জিম্বাবুয়ের।
অন্যদিকে, বাংলাদেশ দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতে উজ্জীবিত এক পরাশক্তি। এই দলের বিপক্ষেই শনিবার (০৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে সফরকারীরা।
বাংলাদেশের শক্তির কথা জানেন জিম্বাবুয়ে দলের অধিনায়কও। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সফরকারী দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল। তবে দু’দলই সিরিজটা জিততে চাইবে। ’
শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও ফতুল্লায় গতকাল (০৫ নভেম্বর) বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয়কে প্রেরণা হিসেবে নিচ্ছে সফরকারীরা, ‘এই জয়টা নিশ্চয়ই আমাদের দলকে প্রেরণা যোগাবে। তবে বাংলাদেশের সঙ্গে জিততে হলে গতকালের চেয়েও ভালো খেলতে হবে। ’
গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল জিম্বাবুয়ে দল। সেবার হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল তাদের। এবার তেমনটা হবে না বলে মনে করেন চিগুম্বুরা, ‘এবারের সফরে আমাদের দলটা ভিন্ন। বাঁহাতি স্পিন মোকাবেলা করার মতো কয়েকজন ভালো ক্রিকেটার আছে আমাদের দলে। আমরা ভালো শুরু করতে চাই। সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকে/আরএম