ঢাকা: চার মাস পর আবার হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা বধের পর বাংলাদেশের সামনে এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১টায়।
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করার আশা থাকলেও প্রথম ম্যাচকে সামনে রেখেই পরিকল্পনা আঁটছে টাইগার শিবির। প্রতিপক্ষের দুর্বলতা মাথায় রেখে নিজেদের শক্তির সংমিশ্রণে দল সাজাতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (০৬ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ লক্ষ্যের কথা জানান মাশরাফি।
তিনি বলেন, ‘প্রতিপক্ষের দুর্বলতা ও নিজেদের শক্তির জায়গাগুলোর সমন্বয়ে দল সাজাতে চাই। আমাদের মূল উদ্দেশ্য অবশ্যই জয়। সবাই হোয়াইটওয়াশই প্রত্যাশা করছে। তবে আমাদের ক্রিকেটারদের এমন ভাবনা ঠিক হবে না। সব সিরিজের বা টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশির ভাগ সময় খেলোয়াড়রা সবচেয়ে বেশি চিন্তিত থাকে প্রথম ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচ হয়ে গেলে আস্তে আস্তে কাজগুলো সহজ হয়ে যায়। এই মুহূর্তে আমাদের প্রথম ম্যাচে জয়টাই খুব গুরুত্বপূর্ণ। ’
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে বাংলাদেশের সাফল্য রেখা যতটা উপরে ততটা তলানিতে সফরকারীরা। তারপরও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না মাশরাফি।
‘যতটা সহজ ভাবছে সবাই ততটা সহজ হবে না এই সিরিজ। ৬০০ বলে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে কোনো সমস্যা হবে না। তবে চিগুম্বুরা, উইলিয়ামস, আরভিন নিজের দিনে যেকোনো কিছুই করতে পারেন। তবে আমাদের বোলিং আক্রমণ নিয়ে আমি আশাবাদী। ’ – যোগ করেন টাইগারদের দলনেতা।
বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি ম্যাচে ভালো করেছে এলটন চিগুম্বুরার দল। ফতুল্লায় মাশরাফি-মুশফিক-লিটন-সাব্বিরদের সমন্বয়ে গড়া বিসিবি একাদশকে তারা হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। এ জয়টাকে প্রেরণা হিসেবে নিচ্ছেন চিগুম্বুরা।
জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘এই জয়টা নিশ্চয়ই আমাদের দলকে প্রেরণা যোগাবে। তবে বাংলাদেশের সঙ্গে জিততে হলে গতকালের চেয়েও ভালো খেলতে হবে। ’
গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল জিম্বাবুয়ে দল। সেবার হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল আফ্রিকান দলটিকে। এবার তেমনটা হবে না বলেই মনে করেন চিগুম্বুরা।
তিনি বলেন, ‘এবারের সফরে আমাদের দলটা ভিন্ন। বাঁহাতি স্পিন মোকাবেলা করার মতো কয়েকজন ভালো ক্রিকেটার আছে আমাদের। আমরা ভালো শুরু করতে চাই। সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ’
প্রথম ওয়ানডেকে সামনে রেখে শুক্রবার দু’দলই তাদের অনুশীলন সেরেছে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা অবধি শেরে বাংলায় অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফ্লাড-লাইটের আলোয় অনুশীলন করেন মাশরাফি-সাকিব-তামিমরা।
সিরিজের প্রথম ওয়ানডেতেই পেসার কামরুল ইসলাম রাব্বি বাংলাদেশ দলে অভিষিক্ত হতে পারেন। ডানহাতি পেসার কামরুল ইসলাম এ অবধি ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করার সুবাদে স্কোয়াডে রাখা হয় তাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস/সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি/আল আমিন।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসকে/এমজেএফ