ঢাকা: এক বছর পর বাংলাদেশ দলের একাদশে জায়গা পেলেন পেসার আল আমিন হোসেন। ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ডানহাতি পেসার।
আল আমিন একাদশে সুযোগ পাওয়ায় এ ম্যাচে অভিষেক হচ্ছে না আরেক পেসার কামরুল ইসলাম রাব্বির।
তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে প্রথম ওয়ানডেতে জুটি বাধবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করতে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর