ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে আল আমিন, কামরুলের অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
একাদশে আল আমিন, কামরুলের অপেক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এক বছর পর বাংলাদেশ দলের একাদশে জায়গা পেলেন পেসার আল আমিন হোসেন। ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ডানহাতি পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে তার।

আল আমিন একাদশে সুযোগ পাওয়ায় এ ম্যাচে অভিষেক হচ্ছে না আরেক পেসার কামরুল ইসলাম রাব্বির।  

তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে প্রথম ওয়ানডেতে জুটি বাধবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করতে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল,  লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,  নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান,  আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।