ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দর্শক সাড়া নেই জিম্বাবুয়ে সিরিজে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, নভেম্বর ৭, ২০১৫
দর্শক সাড়া নেই জিম্বাবুয়ে সিরিজে ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ম্যাচ শুরুর অনেক আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা যায় হাজারো দর্শকের ভীড়।   এ বছর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গেছে খেলা শুরুর অনেক আগেই স্টেডিয়ামের প্রতিটি গেটে হাজারো দর্শকের উপস্থিতি, লম্বা লাইন।

তার খুব সামান্যই দেখা মিলছে এবারের বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে।  
 
শনিবার (০৭ নভেম্বর)  বেলা সাড়ে এগারেটায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়। তবে গ্যালারিতে দর্শক উপস্থিতি খুবই কম লক্ষ্য করা যায়।
 
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াই শুরু হয় বেলা একটায়। বাংলাদেশ টসে হেরে ব্যাটিং পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।