ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওপেনিংয়ে জিম্বাবুয়ের ৯ নম্বর ব্যাটসম্যান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ওপেনিংয়ে জিম্বাবুয়ের ৯ নম্বর ব্যাটসম্যান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাটিংটা টুকটাক জানেন জিম্বাবুয়ে পেসার লুক জংউই। ১৪ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ ৪৬ রান।

বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং করেছেন ৯ নম্বরে।

নিয়মিত ওপেনার  রিচমন্ড মুতুম্বামি কিপিংয়ের সময় ব্যাথা পাওয়ায় ২০ বছর বয়সী তরুণ লুক জংউইকে নামিয়ে দেওয়া হলো চামু চিবাবার সঙ্গী করে। ব্যাটিংয়ে মন্দ করেননি এই ব্যাটসম্যান।
 
চিবাবাকে দর্শক বানিয়ে একাই রুখে দিয়েছেন মুস্তাফিজুর রহমান,আরাফাত সানির প্রথম স্পেল। পরে অবশ্য সাকিব এসে ফেরান চিবাবাকে। তবে এ রিপোর্ট খেলা অবধি ৪৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত আছেন জংউই।
 
ওপেনিংয়ে ব্যাট করার সুযোগটা ঠিকঠাক কাজে লাগাচ্ছেন এই ব্যাটসম্যান। করে চলেছেন সাবলীল ব্যাটিং। চোঁট পাওয়া মুতুম্বামি ব্যাট করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।