ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেওয়া ঠিক না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
‘দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেওয়া ঠিক না’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত বছরের নভেম্বর থেকে অদম্য ক্রিকেট খেলছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে টানা চারটি হোম সিরিজ জয়ের পর পঞ্চমটির অপেক্ষায় এখন টাইগাররা।

সোমবার (০৯ নভেম্বর) জিম্বাবুয়েকে হারাতে পারলেই এই গৌরব অজর্ন করবে বাংলাদেশ।

ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার পেছনে দারুণ ভূমিকা রেখেছে একেক ম্যাচে একেকজন ব্যাটসম্যানের জ্বলে ওঠা। কখনো টপঅর্ডাররা হোঁচট খেলে ম্যাচ ধরেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। কখনো শুরু থেকেই দাপট দেখান দলের ওপেনাররা।

ব্যাটিংয়ে কখনো নায়ক তামিম আবার কখনো সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা। লোয়ার অর্ডারে সাব্বির-নাসিররাও ইনিংস মেরামতে রাখছেন ভূমিকা। প্রতি ম্যাচেই কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ইনিংসকে টানতে। এটা দলের জন্য ভালো হলেও ব্যাটসম্যানদের নির্ভার থাকার সুযোগ নেই বলে মনে করেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। কেউ না কেউ ম্যাচ ধরবে এটা ভেবে পরনির্ভরশীল হয়ে পড়াও ঠিক নয় বলে মনে করেন এ ওপেনার।  

শনিবার বিকেলে এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে তামিম জানান, ‘কেউ না কেউ জ্বলে উঠছে দলের জন্য এরকম হলে ভালো। তবে এটা আসলে ভাবা (পরনির্ভরশীল) উচিত না। কারণ, প্রথম ওয়ানডেতে আমি ৪০ রান করে আউট হলাম। রুম্মন (সাব্বির রহমান) বা মুশফিক ভালো নাও খেলতে পারতো। তখন কিন্তু ব্যাপারটা অন্য রকম হতো, তাই না? যে সময় যে সেট থাকে, তার দায়িত্ব রানটা বড় করে ফেলা। দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেয়া ঠিক না। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।