ঢাকা: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন বিতর্কিত চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শ্রীনিকে বিতাড়িত করার পর এবার আইসিসি থেকেও তাকে নির্বাসিত করল বিসিসিআই।
সোমবার (০৯ নভেম্বর) মুম্বাইয়ে বোর্ডের ৮৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগে জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হিসেবে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসেন শশাঙ্ক মনোহর। এদিকে, বোর্ড থেকে নির্বাসিত হলেও বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবে আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন শ্রীনি। কিন্তু বোর্ডের এজিএম-এ শ্রীনিকে সরিয়ে এবার আইসিসি’র চেয়ারম্যানের পদে বসলেন মনোহর।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫/আপডেট: ১৩১৫ ঘণ্টা
এমআর/এমজেএফ/