ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে টি-২০তে লিড নিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
রেকর্ড গড়ে টি-২০তে লিড নিল শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩০ রানের বড় ব্যবধানে জিতে ১-০তে লিড নিল শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া ২১৫ রানের জবাবে নির্ধারিত ওভার থেকে এক বল বাকি থাকতে ১৮৫ রানে সবক’টি উইকেট হারায় ক্যারিবীয়রা।



এদিন শ্রীলঙ্কা ঘরের মাঠে রেকর্ড রান সংগ্রহ করে। স্বাগতিকদের করা ২১৫ রান লঙ্কার মাটিতে সর্বোচ্চ স্কোর। শ্রীলঙ্কার মাটিতে এর আগে ২০১২ সালে কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

পাল্লেকেলেতে পরে ব্যাট করা সফরকারীরা দলীয় শূন্য রানে ওপেনার জনসন চার্লসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে। আর নিয়মিত বিরতিতে উইকেটে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন অন্য ব্যাটসম্যানরাও। তবে ব্যতিক্রম ছিলেন আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার।

একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন হাফ সেঞ্চুরি। ২৫ বলে তিনটি চার ও ছয়টি বিশাল ছক্কায় ৫৭ রান করে অভিষিক্ত চামিরার বলে বোল্ড হন। ক্যারিবীয়দের ইনিংস মূলত স্পিনার সাচিত্রে সেনানায়েকই শেষ করে দেন। তার স্পিন ঘূর্ণিতে কাবু হন ড্যারেন স্যামি বাহিনীর চার ব্যাটসম্যান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে বড় পুঁজি পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতে কুশাল পেরেরা ও তিলকেরন্তে দিলশান করেন ৯১ রান। পেরেরা ৪০ রানে ফিরে গেলেও ৩৭ বলে আট চারে ৫৬ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন দিলশান। শেষ দিকে দিনেশ চান্দিমালের ১৯ বলে ৩০ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৩ বলে ৩৭ বড় ভীত গড়ে দেয় দলটিকে। ক্যারিবীয়দের হয়ে কাইরন পোলার্ড নেন দুটি উইকেট।

ম্যাচ সেরা হন লঙ্কান স্পিনার সেনানায়েক। ১১ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ কলম্বোয় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।