ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘স্লিপে আয় সবাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘স্লিপে আয় সবাই’ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের জয় নিশ্চিত জেনে কিছু আগেই যারা স্টেডিয়াম ত্যাগ করেছেন তাদের দুর্ভাগ্য বলাই যেতে পারে। ম্যাচের শেষ ভাগে এমন রোমাঞ্চ থাকবে তা কেই-বা জানতো।

৯ উইকেট হারানো জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করছিলেন মুজারাবানি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্লিপ থেকে গালি পর্যন্ত আট ফিল্ডার দিয়ে ঘিরে ফেললেন ব্যাটসম্যানকে! এমন দৃশ্য সামনে থেকে না দেখতে পারার আক্ষেপ তো ছুঁবেই তাদের।

জিম্বাবুয়ের বিপক্ষে এমন ফিল্ডিং সাজিয়ে মাঠের দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের এমন ফিল্ডিং সাজানোয় কোনো ইঙ্গিত দেওয়ার ব্যাপার ছিল কিনা-এমন প্রশ্ন এলো দলনেতা মাশরাফির কাছে, ‘ওই সময় নাসির (নাসির হোসেন) চেঁচিয়ে বলছিল, ‘স্লিপে আয় সবাই’! এর পরই আমার মাথায় এলো, সবাইকে স্লিপে রাখার। মনে আছে, অস্ট্রেলিয়া এমনটা করেছিল একবার। ওটাই মাথায় ঘুরছিল। ক্রিকেট আসলে মনস্তাত্ত্বিক খেলা। মাইন্ড গেমে যত এগিয়ে থাকবেন, ততটা সাফল্য পাবেন। নাসির চেঁচিয়ে বলেছিল, এ জন্যই রেখেছি। মুস্তাফিজের কাটারে ক্যাচ আসতে পারে বলে মিড অফে একজনকে রেখেছিলাম। ’

বাংলাদেশের ইনিংসেও ছিল নাটকীয়তা! মাহমুদউল্লাহ রিয়াদকে নট আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। তখন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা দল পাঁকিয়ে নিজেদের মধ্যে আলাপ করছিলেন। তখন মাশরাফিকেও এগিয়ে চিগুম্বুরার সাথে কথা বলতে দেখা যায়। চিগুম্বুরাকে তখন কী বলেছিলেন ম্যাচ শেষে সেটিও জানালেন মাশরাফি, ‘আমি বলেছিলাম- প্লে দ্য গেম উইথ স্পিরিট। ’

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।