ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাদের তালিকায় আকমল, সতর্ক করা হলো আফ্রিদিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বাদের তালিকায় আকমল, সতর্ক করা হলো আফ্রিদিকে ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন দেশটির ব্যাটসম্যান উমর আকমল। এছাড়া পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সংবাদমাধ্যমে নেতিবাচক মন্তব্য করায় শহীদ আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পিসিবি।



ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত স্কোয়াডে ইতোমধ্যেই সুযোগ হারিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান আকমল। পাকিস্তানের ক্রিকেটে দুর্নাম বয়ে আনার অভিযোগে তাকে স্কোয়াডে রাখা হয়নি। এর আগে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দ্রাবাদ ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের মধ্যকার ম্যাচ চলাকালীন যথাযথ অনুমতি না নিয়ে হায়দ্রাবাদে নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তে অংশ নেন আকমল।

অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার খবর পেয়ে স্থানীয় পুলিশ ‘মুজরা পার্টি’তে হানা দেয়। সেখানের একটি বাংলো থেকে আরও কিছু ক্রিকেটার সহ আকমলকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে পরে অবশ্য জামিনে মুক্তি পান পাকিস্তানি এ ক্রিকেটার।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, নির্দোশ প্রমাণিত হলে আকমলকে জাতীয় দলে ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে, পাকিস্তানি বোর্ড সূত্রে জানা যায়, টি-টোয়েন্টির অধিনায়ক শহীদ আফ্রিদিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে দুই দেশের ক্রিকেটের সঙ্গে রাজস্ব আয় নিয়ে কথা বলেন। যেখানে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের নীতি নিয়েও প্রশ্ন তোলেন আফ্রিদি। টি-টোয়েন্টি বর্তমান অধিনায়ক আরও বলেছিলেন, ভারতের বিপক্ষে আমাদের খেলতে কোনো সমস্যা নেই, যদি তারা পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে সাহায্য করে। গতবার (২০১২-১৩ মৌসুমে) আমরা ভারতে গিয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড সেবার মিলিয়ন মিলিয়ন রূপি আয় করে আর আমাদের ভাগ্যে কিছুই জুটেনি।

এমন মন্তব্যের পর আফ্রিদিকে বোর্ডের নীতিমালা ভঙ্গ করার দরুণ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।