ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুব ওয়ানডেতে সঞ্জিতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
যুব ওয়ানডেতে সঞ্জিতের রেকর্ড ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে জাতীয় দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০তে হেরে ‘হোয়াইটওয়াশ’ হয়েছিল। সে পথেই হেঁটেছে সফরকারী জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দল।

মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের সবক’টি ম্যাচেই হেরেছে অতিথিরা।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েকে চতুর্থ ও শেষ ওয়ানডেতে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা।

এ ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৪৩ রান সংগ্রহ করে। ২৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বল হাতে একাই ৬ উইকেট তুলে নেন অফস্পিনার সঞ্জিত সাহা।

১০ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট দখল করেন সঞ্জিত। যা বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে ৬ উইকেট তুলে নেওয়ার নতুন রেকর্ড।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জর্জটাউনে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামান। যা এতোদিন বাংলাদেশের হয়ে যুব ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড হয়ে ছিল।

সঞ্জিতের স্পিন ঘূর্ণিতেই মূলত কাবু হয় জিম্বাবুয়ে। তার মায়াবী অফস্পিনের ফাঁদে পা দেয় ৬ সফরকারী ব্যাটসম্যান। যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়া সঞ্জিত গত ম্যাচে ৫ ওভার বল করে ১৪ রান খরচায় নিয়েছিলেন আরও দুটি উইকেট। শেষ ওয়ানডেতে হয়েছেন ম্যাচ সেরা। দুই ম্যাচে ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে মোট ৮ উইকেট নিয়েছেন তরুণ এ উঠতি তারকা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।