ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকাকে ১৭৭ রানের চ্যালেঞ্জ দিল রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ঢাকাকে ১৭৭ রানের চ্যালেঞ্জ দিল রংপুর ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলের সপ্তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের ম্যাচে টসজয়ী রংপুর আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে।



দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ক্যারবীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। এছাড়া মোহাম্মদ মিথুন করেন ৩৪ ও লংকান ক্রিকেটার থিসারা পেরেরা করেন ২৭ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান করেন ১৫ বলে তিন চারে ২৪ রান।
 
মিরপুরে এদিন ভালো সূচনা পায় রংপুর রাইডার্স। পাওয়ার প্লে’র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৯ রান তোলে সাকিব আল হাসানের দল। ১১তম ওভারে শতরানে পৌঁছায়  দলটি। সেই ধারাবাহিকতা অবশ্য শেষভাগে ধরে রাখতে পারেনি তারা। শেষ ৯ ওভারে তাদের ইনিংসে যোগ হয় ৭৬ রান।  

মুস্তাফিজুর রহমান ও ইয়াসির শাহ নেন দুটি করে উইকেট।
 
রংপুর ইনিংসে প্রথম আঘাত হানেন ডায়নামাইটসের পেসার মুস্তাফিজুর রহমান। দলীয় ৩৮ রানে সৌম্য সরকারকে (১৮) ফেরান মুস্তাফিজ। এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন সিমন্স। এ জুটিটি ভাঙ্গেন স্পিনার মোশাররফ হোসেন। ৫১ রান করে কাভারে ফরহাদ রেজার হাতে ক্যাচ দেন সিমন্স। ৩৯ বলে ৫টি চার ৩টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

দলীয় ১২২ রানে মিথুনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার আবুল হাসান।   এরপর ইয়াসির শাহ’র লেগস্পিনে বলে কট অ্যান্ড বোল্ড হন ড্যারেন স্যামি (৩)। থিসারা পেরেরাকে আউট করে নিজের দ্বিতীয় শিকার করেন মুস্তাফিজ।

বিপিএলের তৃতীয় আসরে এটি ঢাকার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারায় তারা। অন্যদিকে দুই ম্যাচ খেলা রংপুর প্রথম ম্যাচে চিটাগংকে হারালেও দ্বিতীয় ম্যাচে বরিশালের কাছে হার মানে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।