ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাম মোস্তফার মৃত্যুতে বিসিবি’র শোক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
গোলাম মোস্তফার  মৃত্যুতে বিসিবি’র শোক গোলাম মোস্তফা

ঢাকা: প্রবীণ কমকর্তা গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সন্ধ্যায় ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিসিবি’র প্রবীন এ কমকর্তা।

 

বিসিবি‘র প্রধান নির্বাহী কর্মকর্ত‍f শোকবার্তায় উল্ল্যেখ করেন,  গোলাম মোস্তফা ক্রিকেট বোর্ডের পথচলা থেকেই বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন। কাজের প্রতি তার স্পৃহা ও প্রতিজ্ঞাবদ্ধতা বিসিবিতে উদাহরণ সৃষ্টি করেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।  

শোক প্রকাশের অংশ হিসেবে বিপিএলে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া বাহুতে কালো ব্যান্ড  ধারণ করেন তারা।
 
গোলাম মোস্তফা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রশাসক হিসেবে কাজ করে আসছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে  অফিস সম্পাদক হিসেবে যোগদান করেন। তিনি ছিলেন বিসিবি’র সবচেয়ে প্রবীণ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।