ঢাকা: সম্প্রতি টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে চার দিনে নামিয়ে আনার দাবি জানান, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর ও গ্রেগ চ্যাপেল। এবার স্বদেশী কিংবদন্তিদের সুরের সঙ্গে তাল মেলালেন শেন ওয়ার্ন।
মেলবোর্নের রেডিও স্টেশন এসইএন’কে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেন, ‘অ্যাডিলেডে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পরিবর্তনের সূচনা হচ্ছে। দিবারাত্রির টেস্ট ম্যাচটি হবে চমৎকার। অনেকেই এর বিরোধিতা করছেন। যা মোটেও কাম্য নয়। ’
অজি স্পিন কিংবদন্তি উল্লেখ করেন, ‘আমার মতে, চারদিনের ক্রিকেট আয়োজনের এখনই সময়। এক্ষেত্রে, একদিনে ১০০ ওভার হতে পারে। দিনে দু’টি বিরতি রাখতে চাই। মধ্যাহ্ন বিরতি ৪০ মিনিট আর চা-বিরতি থাকবে ২০ মিনিট। এছাড়া একশ ওভার খেলার জন্য দিনের খেলার সময় আধা ঘণ্টা বাড়ানো যেতে পারে। আমার বিশ্বাস, চারদিনের টেস্ট ম্যাচ আয়োজন করলে মন্দ হবে না। চেষ্টা করে দেখতে তো দোষ নেই। ’
টস প্রসঙ্গে ওয়ার্নের ভাষ্য, ‘কয়েন দিয়ে টস দেওয়ার বিলুপ্তি চাই। সফরকারী দলগুলো প্রতিটি সিরিজের আগেই পিচ পরিদর্শন শেষে আগে ব্যাটিং বা বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখে। এটি অনেক সময়ই বোলারদের পক্ষে যায়। ’
টেস্ট ক্রিকেটকে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় তাও উল্লেখ করেন ওয়ার্ন, ‘আমরা টেস্ট ম্যাচে আরো উত্তেজনা চাই। উত্তেজনাপূর্ণ আর ব্যাটিং-বোলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ক্রিকেটের সেরা ফরমেট টেস্ট ক্রিকেট খুব দ্রুতই হারিয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম