ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টি-২০’র সর্বোচ্চ উইকেট শিকারি আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, নভেম্বর ২৮, ২০১৫
টি-২০’র সর্বোচ্চ উইকেট শিকারি আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন শহিদ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জেমস ভিন্সের উইকেটটি নিয়ে রেকর্ড গড়েন পাকিস্তানের সংক্ষিপ্ত ফরম্যাটের এ অধিনায়ক।



রেকর্ড গড়তে অভিজ্ঞ আফ্রিদি পেছনে ফেলেন তারই স্বদেশি সাবেক সতীর্থ সাইদ আজমলকে। ৮৬ ম্যাচে সমান উইকেট নিয়ে ডানহাতি এ অলরাউন্ডার এখন সবার ওপরে। আজমল এতদিন ৬৪ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।

নিচে টি-২০তে শীর্ষ ১০ উইকেট শিকারির নাম দেওয়া হলো:

ক্রিকেটার             দেশ             ম্যাচ    উইকেট
শহিদ আফ্রিদি      পাকিস্তান         ৮৬     ৮৬
সাঈদ আজমল     পাকিস্তান           ৬৪       ৮৫
উমর গুল           পাকিস্তান            ৮৫       ৮৩
লাসিথ মালিঙ্গা     শ্রীলঙ্কা              ৬১        ৭৪
অজন্তা মেন্ডিস      শ্রীলংকা             ৩৯       ৬৬
স্টুয়ার্ট ব্রড          ইংল্যান্ড             ৫৬       ৬৫
ডেল স্টেইন           দক্ষিণ আফ্রিকা     ৩৮      ৫৫
এন.ম্যাককালাম নিউজিল্যান্ড        ৬১       ৫৫
গ্রায়েম সোয়ান   ইংল্যান্ড              ৩৯      ৫১
এন.কুলাসেকারা  শ্রীলঙ্কা               ৪৩      ৪৬

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।