ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

রনিকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না কুপার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, ডিসেম্বর ১৪, ২০১৫
রনিকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না কুপার ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আবু হায়দার রনির খুব কাছে চলে এসেছেন কেভিন কুপার। এ দুইজনের মাঝে একটি মাত্র উইকেটের ব্যবধান।



দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেট তুলে নিয়ে দ্বিতীয় অবস্থানে ওঠেন কুপার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার রনির উইকেট সংখ্যা ২১ আর কুপারের ২০।

এ দুই পেসারের দলই উঠেছে বিপিএলের ফাইনালে। ১৫ ডিসেম্বরের ফাইনালে বরিশাল-কুমিল্লার শিরোপা জয়ের লড়াইয়ের সঙ্গে সর্বোচ্চ উইকেট সংগ্রহের লড়াইটাও তাই থাকছে। তবে রনিকে প্রতিদ্বন্দ্বী ভাবতে চাইছেন না কেভিন কুপার। ম্যাচ শেষে এ প্রসঙ্গে কুপার বলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না। দল ফাইনালে উঠেছে। কিভাবে শিরোপা নিশ্চিত করা যায় সেটা নিয়েই ভাবছি।  

১১ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। মাত্র ৮ ম্যাচ খেলে ২০ উইকেট দখল করেছেন কেভিন কুপার।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ