ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচেও নেই ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সিরিজ নির্ধারণী ম্যাচেও নেই ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম / ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয় ও চতুর্থ ম্যাচে দলে ছিলেন না। এবার পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতেও খেলতে পারছেন না ব্রেন্ডন ম্যাককালাম।

পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ এ এগিয়ে নিউজিল্যান্ড। উল্লেখ্য, বৃষ্টির কারণে ২ জানুয়ারির ম্যাচটি (চতুর্থ) পরিত্যক্ত হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ওডিআই শেষে দুই ম্যাচের (৭ ও ১০ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।

কিউই অধিনায়ক ম্যাককালাম ছাড়াও পেসার টিম সাউদির খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়। তৃতীয় ম্যাচে তিনি পায়ের ইনজুরিতে ভোগেন। অার বিশ্রামে থাকছেন ডগ ব্রেসওয়েল। প্রথম তিন ম্যাচ খেলে ৫.২৯ ইকোনমি রেটে ‍মাত্র চারটি উইকেট নেন ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসার।

এদিকে, ফিটনেস ঘাটতি কাটিয়ে সিরিজ নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে খেলতে পারেন ট্রেন্ট বোল্ট। প্রথম চার ম্যাচেই বিশ্রামে থাকেন কিউই পেস তারকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।