ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কায় স্টেইন, ছিটকে গেলেন ফিল্যান্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শঙ্কায় স্টেইন, ছিটকে গেলেন ফিল্যান্ডার ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যাঙ্কেল ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাইরেই থাকছেন অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। অন্যদিকে, কেপটাউনের পর জোহানেসবার্গ টেস্টেও ডেল স্টেইনের খেলা নিয়ে সংশয় রয়েছে।

তবে দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তিদায়ক হচ্ছে, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠেছেন কাইল অ্যাবট।

আগামী ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) দু’দলের মধ্যকার তৃতীয় টেস্ট শুরু হবে। সিরিজ হার এড়াতে এ ম্যাচে প্রোটিয়াদের হার এড়ানোর বিকল্প নেই। চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ইংলিশরা। কেপটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

শুক্রবার (০৮ জানুয়ারি) সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ওপেনিংয়ে স্টিয়ান ভ্যান জিলের পরিবর্তে অন্য কেউ আসতে পারেন। আর বর্তমান স্কোয়াডের বাইরে থেকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন স্টিফেন কুক। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৩ বছর বয়সী এ ওপেনিং ব্যাটসম্যান।

ইনজুরিতে ভোগায় প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না ফিল্যান্ডার। এবার তো সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন। আর দ্বিতীয় ম্যাচে না থাকলেও পরের টেস্টেই ফিরতে পারেন অ্যাবট। অপরদিকে, জোহানেসবার্গ টেস্টে প্রোটিয়া ‘পেস দানব’ স্টেইনের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি। ডারবান টেস্টে (প্রথম ম্যাচ) তিনি কাঁধের ইনজুরিতে ভোগেন।

এ প্রসঙ্গে প্রোটিয়া দলের টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজির ভাষ্য, ‘ফিল্যান্ডারের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না। সে এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছে অ্যাবট। জোহানেসবার্গ টেস্টে সে খেলতে প্রস্তুত। স্টেইনকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফিফটি ফিফটি সম্ভাবনা।

কেপটাউনে আগামীকাল (শুক্রবার) সে আবারো শোল্ডার স্পেশালিস্টের দ্বারস্থ হবে।

সার্বিকভাবে সবকিছু বিবেচনার উপরই জোহানেসবার্গ টেস্টে তার খেলার বিষয়টি নির্ভর করবে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।