ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

এক ম্যাচে চার টাইগারের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এক ম্যাচে চার টাইগারের অভিষেক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনজুরির কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। শেষ দুই ম্যাচের স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও শুভাগত হোম।

চারজনের অনুপস্থিতির সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিনজনের অভিষেক হলো। অন্যদিকে, পাঁচটি টেস্ট খেলা পেসার মোহাম্মদ শহীদ টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখলেন।

বুধবার (২০ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে শহীদের সঙ্গে অভিষিক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি ও অলরাউন্ডার মুক্তার আলী।

মুশফিকের জায়গায় খেলবেন ২০ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার দখলে রয়েছে পাঁচটি অর্ধশতক ও ছয়টি সেঞ্চুরি। রান সংখ্যা ১,৬৭৪। অফস্পিন বোলিংয়েও কম যান না মোসাদ্দেক। ১৪ ম্যাচে নেন ১৮টি উইকেট।

একটু দেরিতে হলেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নামলেন বিপিএলের তৃতীয় ‍আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা আবু হায়দার রনি। এ ম্যাচে মুস্তাফিজের অভাবটা মেটাতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি উইকেট দখল করেন ১৯ বছর বয়সী এ বাঁহাতি পেসার। বলা বাহুল্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (১২ ম্যাচে ২১টি) হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাবের জানান দেন আবু হায়দার।

আল ‍আমিন ‍না থাকায় মোহাম্মদ শহীদের টি-টোয়েন্টি ক্রিকেটের দরজাটাও খুলে গেল। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি উইকেট লাভ করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার পারফরম্যান্স উজ্জ্বল। এ ফরমেটে ৩৫ ম্যাচে ৮১টি উইকেট দখল করেন ২৭ বছর বয়সী এ ডানহাতি পেসার।

অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরু হলো মুক্তার আলীর। প্রথম দুই ম্যাচ খেলা শুভাগত হোমের পরিবর্তে খেলছেন ২৬ বছর বয়সী এ ডানহাতি ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪২ ম্যাচে ১,৩৮০ রানের (৬টি ফিফটি, ১টি শতক) পাশাপাশি পেস বোলিংয়ে ৯১ টি উইকেট লাভ করেন মুক্তার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম

** সিরিজ জয়ের ম্যাচে অভিষেকের ‍অপেক্ষায় চার টাইগার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।